Wednesday, March 14, 2012

MLM Business Control Law was passed in Parliament, এমএলএম ব্যবসা নিয়ন্ত্রণে সংসদে আইন পাশ

MLM Business Control Law was passed in Parliament, এমএলএম ব্যবসা নিয়ন্ত্রণে সংসদে আইন পাশ


বহুস্তর বিপণন প্রতিষ্ঠানগুলোর (এমএলএম) কার্যক্রম নিয়ন্ত্রণে একটি আইন মতামতের জন্য দুই মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী জিএম কাদের।
ডাইরেক্ট সেল আইন-২০১২নামের এ আইনের খসড়া অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে রয়েছে জানিয়ে মন্ত্রী বলেছেন, এ বিষয়ে মতামত পাওয়া গেলে খসড়া আইনটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
সোমবার সংসদ অধিবেশনে সরকারদলীয় সংসদ সদস্য তাজুল ইসলামের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “এমএলএম প্রতিষ্ঠানগুলো মানুষের কাছে স্বপ্ন বিক্রি করছে। প্রতারণার আশ্রয় নিয়ে স্বপ্ন দেখিয়ে অনেক ক্ষেত্রে অনেককে নিঃস্ব করছে।
তিনি জানান, এ ধরনের প্রায় ৬৯টি প্রতিষ্ঠানের নিবন্ধন রয়েছে। এ প্রতিষ্ঠানগুলো প্রতারণার অভিযোগ পাওয়ার পর নতুন করে নিবন্ধন রাখা হয়েছে।
প্রচলিত আইনেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব উল্লেখ করে কাদের বলেন, সব মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে কী ধরনের আইনী পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে পদক্ষেপ নেব।
২৮০০ ডিলার
সরকারদলীয় সাংসদ এবিএম গোলাম মোস্তফার তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশে (টিসিবি) অধীনে সারাদেশে দুই হাজার আটশত ডিলার নিয়োগ করা হয়েছে। এসব ডিলারদের মাধ্যমে গত ৬ মাসে ১৩ হাজার ৭৮২ মেট্রিক টন চিনি, ৭ হাজার ৩৮২ মেট্রিক টন মশুর ডাল, ৬শ মেট্রিক টন ছোলা, ৬শ মেট্রিক টন খেজুর ও ৩ লাখ ৫৩ হাজার ৪৩৪ লিটার সয়াবিল তেল সাধারণের মধ্যে বিতরণ করা হয়েছে।
৪০ দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি
মো. মনিরুল ইসলামের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশের সঙ্গে ৪০টি দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি স্বাক্ষর হয়েছে।
দেশগুলো হলো- আলজেরিয়া, ভুটান, ব্রাজিল, মিশর, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, কুয়েত, দক্ষিণ কোরিয়া, লিবিয়া, মালয়শিয়া, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, সেনেগাল, শ্রীলংকা, সুদান, থাইল্যান্ড, তুরস্ক, উগান্ডা, জাম্বিয়া, সংযুক্ত আরব আমিরাত, জিম্বাবুয়ে, কেনিয়া, চীন, বুলগেরিয়া, মায়ানমার, হাঙ্গেরি, রুমানিয়া, ভিয়েতনাম, রাশিয়া, আলবেনিয়া, উজবেস্তান, মালি, জার্মানি, ইউক্রেন, বেলারুশ ও কম্বোডিয়া।
এছাড়া ভারত, শ্রীলংকা, নেপাল, ভূটান, মালদ্বীপ, পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে রয়েছে সাফটা চুক্তি। আপটা চুক্তি রয়েছে ভারত, শ্রীলংকা, চীন, দক্ষিণ কোরিয়া ও লাওসের সঙ্গে। বিমসটেক চুক্তি রয়েছে থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটানের সঙ্গে। ডি-৮ চুক্তি রয়েছে পাকিস্তান, তুরস্ক, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়শিয়া ও নাইজেরিয়ার সঙ্গে। এছাড়াও ওআইসিভুক্ত দেশগুলোর সঙ্গে রয়েছে টিপিএস-ওআইসি নামক বাণিজ্যচুক্তি।
জাতীয় পার্টি থেকে নির্বাচিত সাংসদ মো. মুজিবুল হকের জবাবে কাদের জানান, চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি দূর করতে সরকার বেশকিছু পদক্ষেপ নিয়েছে।
চীন ২০১০-১১ সালে বাংলাদেশকে মোট ৪ হাজার ৭৮৮টি পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।
তিনি জানান, চীনে বাংলাদেশি পণ্যের বাজার বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রদেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক বাণিজ্যমেলায় অংশগ্রহণের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এছাড়া চীনের সাংহাইতে ৬ মাসব্যাপী অনুষ্ঠিত ওয়ার্ল্ড এক্সপো-২০১০-এ বাংলাদেশ অংশ নিয়েছে। ওই পদক্ষেপের কারণে চীনে বাংলাদেশি পণ্যের রপ্তানী ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
ভোজ্যতেলের বাজার নিুমুখী
সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল হওয়ার লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে ভোজ্যতেলের উৎপাদন, পরিশোধক, আমদানিকারক এবং সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠন ও সমিতির সদস্যদের সঙ্গে বেশ কয়েকটি মতবিনিময় সভা করা হয়। এছাড়া গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিনিধিদের নিয়েও এ বিষয়ে পর্যালোচনা সভা করা হয়।
এসব সভায় পাওয়া সুপারিশগুলো বিবেচনায় নিয়ে দ্রুত পরবর্তী পদক্ষেপ গ্রহণের ফলে ভোজ্যতেলের বাজার বর্তমানে নিম্নমুখী উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, কোনো অসাধু ব্যবসায়ী যাতে বাজারে অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।
ভোজ্যতেল উৎপাদক, পরিবেশক ও আমদানিকারকদের নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের সম্পূরক প্রশ্নের জবাবে গোলাম কাদের বলেন, দেশের রপ্তানি আয় কমেনি। এ নিয়ে আশঙ্কার কিছু নেই; ভয়েরও কিছু দেখছি না।
বিকাল পৌনে ৫টার দিকে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদে বৈঠক শুরু হয়।
সুত্রঃ-বিডিনিউজ24 ০৮/০২/২০১২

ফেসবুক নির্ভর সাইট, Facebook based websites

ফেসবুক নির্ভর সাইট, Facebook based websites


সামাজিক যোগাযোগের জনপ্রিয় সাইটগুলোর মধ্যে ফেসবুকের অবস্থান শীর্ষে। এর সঙ্গে পাল্লা দিতে ইতিমধ্যে অবশ্য অনেকগুলো সাইট তৈরি হয়েছে। কিন্তু এর কোনোটিই ফেসবুকের ধারেকাছে নেই। তারপরও থেমে নেই প্রতিনিয়ত সামাজিক যোগাযোগের সাইট তৈরির। তেমনি সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুকনির্ভরও অনেক সাইট তৈরি করছেন ওয়েব ডেভেলপাররা। ওয়েব প্রোগ্রাম, অ্যাপ্লিকেশন, গেমস ছাড়াও ফেসবুকের আইডিয়ানির্ভর অনেক সাইটের দেখা মেলে ইন্টারনেটে। ফেসবুক ব্যবহারকে আরও সহজ এবং মজাদার করতেই এসব ওয়েবসাইট তৈরি হয়। যদিও এসব ওয়েবসাইটের কোনোটাই ফেসবুকের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, তবুও ফেসবুক পুঁজি করেই এগুলো তরতর করে এগিয়ে চলেছে। এমনকি অনেক সাইট আবার ফেসবুকের নামও নিজের সঙ্গে জুড়ে নিচ্ছেন।
Howdoifacebook.com
নতুন ফেসবুক ব্যবহারকারীর জন্যই এ সাইটটিতে ফেসবুক বিষয়ে যত প্রশ্ন তার সব উত্তর রয়েছে এখানে। ফেসবুক বিষয়ক সমস্যার সমাধানের জন্যই তৈরি করা হয়েছে www.howdoifacebook.com সাইটটি। ফেসবুকের সমস্যা সমাধানের জন্য যদিও তাদের নিজস্ব Help সেকশন রয়েছে, তবে এ সাইটে সবকিছুরই খুব সহজভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে। ফেসবুক বিষয়ক বিভিন্ন প্রশ্ন ও উত্তর সাইটটিতে পাওয়া যাবে।
Reface.me
শুধুমাত্র ফেসবুকনির্ভর একটি ব্লগ হচ্ছে Reface.me। ফেসবুক স্ট্যাটাস আপডেট, প্রোফাইল, ফেসবুক গ্রুপ ও পেজ, ফটো-ভিডিও, গেমস, অ্যাপ্লিকেশন, ফেসবুকোলজি ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরিতে সাজানো হয়েছে ব্লগটি। যাতে ব্যবহারকারীরা পাবেন ফেসবুক ব্যবহারের গাইডলাইন এবং ফেসবুক সম্পর্কিত বিভিন্ন টিপস সুবিধাও।
ফেসবুককে নিয়ে বিশ্লেষণধর্মী একটি ওয়েবসাইটww w.allfacebook.com। ফেসবুকের সর্বশেষ খবরা-খবর, ফেসবুক পেজগুলোর মধ্যে কোনগুলোর অবস্থান সবার উপরে, সপ্তাহের সেরা ফেসবুক অ্যাপ্লিকেশন ও গেমসের তালিকা ইত্যাদি নিয়ে সাজানো হয়েছে ওয়েবসাইটটি।
Facemoods.com
স্মাইলি, ইমোটিকনস, অ্যানিমেশন যারা ফেসবুক স্ট্যাটাস, চ্যাট বা ওয়ালে এসব যুক্ত করতে চান তাদের জন্য Facemoods.com। সাইটটি থেকে স্মাইলি কিংবা ইমোটিকনস ব্যবহারের ছোট্ট সফটওয়্যারটি ডাউনলোড করে পিসি বা ল্যাপটপে ইনস্টল করলেই কাজ হবে।
Facebookvideodown.com
ফেসবুক ভিডিও ডাউনলোড করার কাজ করেFacebookvideodown.com সাইটটি। পিসিতে কোনো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের ব্যবহার ছাড়াই সহজেই ডাউনলোডের কাজটি করা যায় সাইটটি থেকে।
Privacydefender.net
ফেসবুকে প্রাইভেসি সেটিং সমাধান দিতেই আছে Privacydefender.net সাইটটি। এ সাইটের একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে সহজেই ফেসবুকের প্রাইভেসি সেট করা যায়।  
সু্ত্র-বাংলাদেশ প্রতিদিন ২৩.১০.১১

Google this time By Twitter's, গুগল এবার টুইটারের পথে পা বাড়ালো

Google this time By Twitter's, গুগল এবার টুইটারের পথে পা বাড়ালো


অনলাইন জায়ান্ট গুগলের ব্লগিং প্লাটফর্ম ব্লগারে শীঘ্রই কান্ট্রি-স্পেসিফিক রিডাইরেকশন চালু করা হচ্ছে। ফলে ভিজিটর যে দেশ থেকে ব্লগ ভিজিট করবেন, সেই দেশের গুগল ডোমেইনেই ব্লগ দেখা যাবে। অনেকটা টুইটারের সাম্প্রতিক সমালোচিত দেশভিত্তিক সেন্সরশিপ পদ্ধতির মতোই ভিজিটর কোন দেশ থেকে ভিজিট করছেন তা জানতে তার আইপি ঠিকানার ওপর নির্ভর করা হবে। কেউ ফ্রান্স থেকে কোনো ব্লগ ভিজিট করলে সেই ব্লগের ঠিকানার শেষে ফ্রান্সের কান্ট্রি-কোড টপ-লেভেল ডোমেইন, এফআর, স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবে। গুগল জানিয়েছে, এর ফলে ইন্টারনেটে বাকস্বাধীনতা অক্ষুণ্ন রেখে দেশ অনুযায়ী অসাংবিধানিক বা সরকারি নীতিমালা অনুযায়ী গ্রহণযোগ্য নয় এমন তথ্য সেন্সর করে রাখা যাবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নতুন এই পদ্ধতি কার্যকর হবে বলে জানা গেছে। তবে কেউ যদি এর বাইরে স্বাভাবিকভাবেই সাইট দেখতে চান, তাহলে আগে নো কান্ট্রি রিডাইরেক্ট (google.com/ncr) ঠিকানায় ভিজিট করে নিতে হবে। এতে গুগল সাময়িকভাবে ব্রাউজারে কিছু কোড ইন্সটল করবে, যার ফলে দেশ অনুযায়ী রিডাইরেকশন বন্ধ থাকবে।
সুত্রঃ-বাংলাদেশ প্রতিদিন ০৫/০২/২০১২

প্রযুক্তির অনন্য উপহার, এবার দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য স্পর্শ পর্দাযুক্ত মোবাইল ফোন, Technology, unique gift, and touch screen mobile phone for the visually impaired

প্রযুক্তির অনন্য উপহার, এবার দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য স্পর্শ পর্দাযুক্ত মোবাইল ফোন, Technology, unique gift, and touch screen mobile phone for the visually impaired


দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য স্পর্শ পর্দাযুক্ত মুঠোফোনে ইচ্ছামতো ক্ষুদে বার্তা লেখার উপযোগী নতুন একটি প্রযুক্তি তৈরি করছেন বিজ্ঞানীরা। জর্জিয়া টেক নামের একটি গবেষণা প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতায় মুঠোফোনের এ ব্রেইল লিখনপদ্ধতি বাস্তবায়ন কাজের নেতৃত্ব দিচ্ছেন মারিও রোমেরো। রোমেরো জানান, সপ্তাহ দুয়েকের মধ্যেই 'ব্রইলটাচ' নামের নতুন এই অ্যাপটি অবমুক্ত করা সম্ভব হবে। মাত্র ছয় আঙুলের সাহায্যেই এটি পরিচালনা করা যাবে এবং এ জন্য হাত ঘুরানোর প্রয়োজন হবে না বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, যারা ব্রেইল পদ্ধতি জানে আরও তাদের এখানে টাইপ করতে অযথা হাত ঘুরানোর প্রয়োজন হবে না। এতে কী-বোর্ডের মতো ঘিঞ্জি কোনো ডিজাইন নেই। মাত্র ছয়টি কী রয়েছে। এগুলো একই জায়গায় ওপর-নিচ করে সাজানো হয়েছে। ফলে স্বাচ্ছন্দ্যেই দৃষ্টিপ্রতিবন্ধীরা এটি ব্যবহার করতে পারবে।
সুত্র-বাংলাদেশ প্রতিদিন ২৪/০২/২০১২

ইন্টারনেট দুনিয়ায় বাংলা ভাষার বিপ্লব, বাংলা ভাষার বাংলা সার্চ ইঞ্জিন, আন্তর্জাতিক মাতৃ ভাষা বাংলায় চালু হচ্ছে ‘বাংলা সার্চ ইঞ্জিন’,


আন্তর্জাতিক মাতৃ ভাষা বাংলায় চালু হচ্ছে ‘বাংলা সার্চ ইঞ্জিন’, ইন্টারনেট দুনিয়ায় বাংলা ভাষার বিপ্লব, বাংলা ভাষার বাংলা সার্চ ইঞ্জিন, On the international mother language Bangla, Bengali search engines, Internet world of Bengali Language Movement, Bengali language Bengali Search Engine


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে একটি বাংলা সার্চ ইঞ্জিন চালুর ঘোষণা দিয়েছে জিপিআইটি। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেসিস সফ্ট এঙ্পোর উদ্বোধনী দিনে এ ঘোষণা দিয়েছেন জিপিআইটির প্রধান অর্থ কর্মকর্তা রনি রিয়াদ রশিদ। 'ই-গভর্নেন্স : এঙ্পেরিয়েন্স অব নরওয়ে' শীর্ষক সেমিনারে স্বাগত বক্তব্যে তিনি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাসে জিপিআইটির এ ঘোষণায় নিজেকে খুব গর্বিত অনুভব করছি। অনুষ্ঠানে নরওয়ের ই-গভর্নেন্স বিশেষজ্ঞ মিস ইনে ফাহলে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। নরওয়েতে কীভাবে ই-গভর্নেন্স সিস্টেম পরিচালিত হচ্ছে সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি। এ সময় ই-গভর্নেন্সবিষয়ক শীর্ষ কোম্পানি অ্যান্সেচার তাদের সম্মিলিত ই-গভর্নেন্স প্রজেক্ট অলটিনের সফলতার কথা তুলে ধরে। অলটিন নরওয়ে সরকার ও অ্যান্সেচার যা পৃথিবীতে ব্যাপক সমাদৃত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত মিস রাগনে বির্তে লাউন্ড। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. রফিকুল ইসলাম ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এঙ্সে টু ইনফরমেশন প্রকল্পের পলিসি এডভাইজার আনীর চৌধুরী
সুত্র-বাংলাদেশ প্রতিদিন ২৪/০২/২০১২

এ্যালার্ট পে ডলার নিয়ে চিন্তা করার দিন শেষ, এখন সহজেই বাংলাদেশি যে কোন ব্যাংক থেকে Alertpay ডলার ভাংগাতে পারবেন,

ফ্রীল্যান্সারদের জন্য সুখবর !!! এ্যালার্ট পে ডলার নিয়ে চিন্তা করার দিন শেষ, এখন সহজেই বাংলাদেশি যে কোন ব্যাংক থেকে Alertpay ডলার ভাংগাতে পারবেন, Good News for Freelancers Bangladesh, Alertpay, Thinking a dollar to the end of the day, Now you can easily Bangladeshi any bank to Alertpay dollars Exchange
Share7
Tweet
গত ২২ ফেব্রুয়ারি ২০১২ থেকে আনুষ্ঠানিক ভাবে Alertpay বাংলাদেশে যাত্রা শুরু করল। এপ্রিলের মধ্যেই আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করবে Paypal. এখন থেকে আপনার এ্যালার্ট পে ডলার আনতে পারবেন, যেকোনো বাংলাদেশি Bank এর মাধ্যমে।
এর জন্য আপনার খরচ পড়বে মাত্র ২৪০ টাকা।


গত ২২ ফেব্রুয়ারি ২০১২ থেকে আনুষ্ঠানিক ভাবে Alertpay বাংলাদেশে যাত্রা শুরু করল। এপ্রিলের মধ্যেই আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করবে Paypal. এখন থেকে আপনার এ্যালার্ট পে ডলার আনতে পারবেন, যেকোনো বাংলাদেশি Bank এর মাধ্যমে।
এর জন্য আপনার খরচ পড়বে মাত্র ২৪০ টাকা

আমেরিকায় দিন দিন কুমারী মায়ের সংখ্যা বাড়ছে, Everyday, increasing the number of adolescent mothers







দিন দিন কুমারী মায়ের সংখ্যা বাড়ছে আমেরিকায়। ওয়াশিংটন ডিসিভিত্তিক গবেষণা সংস্থা 'চাইল্ড ট্রেন্ড'র সর্বশেষ পর্যবেক্ষণ জরিপে উদঘাটিত হয়েছে, গত পাঁচ দশকে অনূর্ধ্ব ৩০ বছর বয়সী কুমারী মায়ের সংখ্যা ক্রমাগতভাবে বেড়েছে। তবে গরিব পরিবার এবং স্কুল-কলেজ থেকে ড্রপআউট হওয়া মহিলার মধ্যেই বিবাহবহিভর্ত সম্পর্কের সন্তান ধারণের ঘটনা বেশি। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০০৯ সালে যত শিশু জন্মেছে তার ৪১ ভাগ শিশুর জন্ম দিয়েছে কুমারী মায়েরা। এসব শিশুর ৭৩ ভাগ জন্মেছ .
 দিন দিন কুমারী মায়ের সংখ্যা বাড়ছে আমেরিকায়। ওয়াশিংটন ডিসিভিত্তিক গবেষণা সংস্থা 'চাইল্ড ট্রেন্ড'র সর্বশেষ পর্যবেক্ষণ জরিপে উদঘাটিত হয়েছে, গত পাঁচ দশকে 
 অনূর্ধ্ব ৩০ বছর বয়সী কুমারী মায়ের সংখ্যা ক্রমাগতভাবে বেড়েছে। তবে গরিব পরিবার এবং স্কুল-কলেজ থেকে ড্রপআউট হওয়া মহিলার মধ্যেই বিবাহবহিভর্ত সম্পর্কের সন্তান ধারণের ঘটনা বেশি। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০০৯ সালে যত শিশু জন্মেছে তার ৪১ ভাগ শিশুর জন্ম দিয়েছে কুমারী মায়েরা। এসব শিশুর ৭৩ ভাগ জন্মেছে কৃষ্ণাঙ্গ কুমারী মায়ের গর্ভ থেকে।